ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

স্থগিতাদেশ প্রত্যাহার, শুক্রবার ফের শুরু বিপিএল

২০২৬ জানুয়ারি ১৫ ২৩:৪৪:৩০
স্থগিতাদেশ প্রত্যাহার, শুক্রবার ফের শুরু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক: বিপিএল নিয়ে গত কয়েকদিনের সব অনিশ্চয়তা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির খবর দিয়েছে বিসিবি। স্থগিতাদেশ প্রত্যাহার করে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জানুয়ারি যে দুটি ম্যাচ মাঠে গড়ায়নি, সেই ম্যাচ দুটি দিয়েই কাল বিপিএল আবার মাঠে ফিরছে বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

জাতীয় দলের তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ মিঠুনদের সঙ্গে বিসিবি শীর্ষ কর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এই ইতিবাচক সিদ্ধান্ত আসে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হেভিওয়েট ক্রিকেটারদের সব দাবি-দাওয়া ও মান-অভিমান শেষে তাঁরা খেলায় ফিরতে রাজি হয়েছেন। এর ফলে বিপিএলের ভাগ্য নিয়ে ঝুলে থাকা কালো মেঘ কেটে গেল এবং দর্শকরা আবারও গ্যালারিতে ফেরার সুযোগ পাচ্ছেন।

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির পূর্বনির্ধারিত ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। একইভাবে ১৬ জানুয়ারির খেলাগুলো ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো ১৮ জানুয়ারি আয়োজিত হবে। ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর হলো, যারা ১৫ জানুয়ারির ম্যাচের টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা সেই একই টিকিট দিয়েই ১৬ জানুয়ারির ম্যাচগুলো মাঠে বসে উপভোগ করতে পারবেন।

গ্রুপ পর্বের ম্যাচে কিছুটা রদবদল এলেও প্লে-অফের সূচি নিয়ে কোনো পরিবর্তন আনছে না বিসিবি। আগের পরিকল্পনা অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার এবং গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। বিসিবি কর্মকর্তারা আশা প্রকাশ করছেন যে, অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে বিপিএল এখন নতুন উদ্যমে সফলভাবে সমাপ্তির দিকে এগিয়ে যাবে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে