ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রাণ কোম্পানির খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

২০২৬ জানুয়ারি ০২ ১৭:০৮:৫৫
প্রাণ কোম্পানির খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে প্রাণ বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের কারখানায় ক্যান্টিনের খাবার খেয়ে অন্তত ৫০ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বরইচারা এলাকায় অবস্থিত কারখানায় এই ঘটনা ঘটে। বিস্কুট ও কেক উৎপাদনকারী এই ইউনিটে রাতের শিফটে কর্মরত থাকাকালীন শ্রমিকরা অসুস্থ বোধ করতে থাকেন। গুরুতর অসুস্থদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রমিকদের ভাষ্যমতে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারা কারখানার ক্যান্টিনে রাতের খাবার সম্পন্ন করেন। এর কয়েক ঘণ্টা পর অর্থাৎ ভোররাত ৩টার দিকে হঠাৎ করেই বেশ কয়েকজন নারী শ্রমিকের পেটব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া শুরু হয়। একের পর এক শ্রমিকের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়লে কারখানার বিভিন্ন ফ্লোরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এই আতঙ্কে আরও অনেকে অসুস্থ হয়ে পড়লে সব মিলিয়ে অর্ধশতাধিক শ্রমিক আক্রান্ত হন।

কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে অসুস্থদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। এই বিষয়ে প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম গণমাধ্যমকে জানান, রাতের খাবার খাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর হঠাৎ করেই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়া মাত্রই তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে কুলসুম জানিয়েছেন, ভোররাত থেকে প্রাণের অনেক নারী শ্রমিক পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া থেকেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি থাকলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেছেন। চিকিৎসকদের মতে, ভর্তি থাকা শ্রমিকরা বর্তমানে আশঙ্কামুক্ত।

এই ঘটনার পর থেকে কারখানার অন্যান্য শ্রমিক ও তাঁদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। খাবারের মান নিয়ে শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলেও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করছে এবং আক্রান্তদের শারীরিক অবস্থার ওপর গভীর নজর রাখছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে