ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

চলছে ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ: দেখুন সরাসরি

২০২৬ জানুয়ারি ০২ ১৪:৩১:৫৪
চলছে ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ: দেখুন সরাসরি

স্পোর্টস ডেস্ক: চায়ের দেশ সিলেটের সবুজ পাহাড়ঘেরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে বিপিএলের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্টের নবম এই ম্যাচে টস ভাগ্য সুপ্রসন্ন হয়েছে চট্টগ্রামের। টস জিতে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক কন্ডিশনের সুবিধা নিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

সাবধানী সূচনায় ঢাকাটস হেরে ব্যাটিংয়ে নেমে ঢাকা ক্যাপিটালস শুরুটা করেছে অত্যন্ত ধীরস্থির ও সতর্কভাবে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঢাকার সংগ্রহ ০.৫ ওভারে বিনা উইকেটে ২ রান। চট্টগ্রামের পেসাররা নতুন বলের সুইং কাজে লাগিয়ে শুরুতেই উইকেট তুলে নেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে ঢাকার ওপেনাররা বড় সংগ্রহের ভিত গড়তে উইকেট কামড়ে পড়ে থাকার পরিকল্পনা নিয়েছেন।

গ্যালারিতে গগনবিদারি উল্লাসসিলেট পর্বের এই ম্যাচকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে তুঙ্গে রয়েছে উন্মাদনা। গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। দুই দলের স্কোয়াডেই দেশি প্রতিভার পাশাপাশি নামী-দামী বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি ম্যাচের উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সিলেটের ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন একটি টানটান লড়াইয়ের। চট্টগ্রামের বোলাররা কি ঢাকাকে অল্পতেই গুঁটিয়ে দেবেন, নাকি ঢাকা রানের পাহাড় গড়বে তা কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে