ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রার্থী নিজেই সরে দাঁড়ালেন ফয়জুল করিমের জন্য!

২০২৬ জানুয়ারি ০২ ১২:০৯:৫৬
প্রার্থী নিজেই সরে দাঁড়ালেন ফয়জুল করিমের জন্য!

নিজস্ব প্রতিবেদক : সমঝোতার ভিত্তিতে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় জোটের বৃহত্তর ঐক্য, সামগ্রিক রাজনৈতিক কৌশল এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।

এক বিবৃতিতে মুফতি সুলতান মাহমুদ বলেন, “দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়াজুড়ে বরিশাল-৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ যেভাবে আমার পাশে থেকেছেন, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। রাজনীতি ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়; এটি দল, আদর্শ, শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের ওপর প্রতিষ্ঠিত।”

তিনি আরও যোগ করেন, “ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য রেখে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ ও জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে