ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

স্বাস্থ্যখাতে বড় সুখবর! অনুমোদন পেল নতুন মেডিকেল কলেজ

২০২৬ জানুয়ারি ০২ ১০:৫৫:০১
স্বাস্থ্যখাতে বড় সুখবর! অনুমোদন পেল নতুন মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ জেলায় নতুন করে আরও একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের জন্য নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামো উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে একাডেমিক কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এর আগে, গত বছরের ১১ নভেম্বর অন্তর্বর্তী সরকার আরও একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়। ওই অনুমোদনপ্রাপ্ত মেডিকেল কলেজটি হলো ঢাকার জুরাইন এলাকায় অবস্থিত ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে