ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

গোসল করানোর সময় যা দেখে ‘হতবাক’ পরিবার

২০২৬ জানুয়ারি ০১ ১৮:৩০:২৫
গোসল করানোর সময় যা দেখে ‘হতবাক’ পরিবার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় নিহত চারজনের একজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪৫)। তবে মরদেহ গোসলের সময় তার পরিবারের সামনে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। বাড়িতে মরদেহ আনতে গিয়ে দেখা যায়, মরদেহের সঙ্গে একটি অতিরিক্ত কাটা পা রয়েছে।

স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্তু আলী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা অবাক হয়ে যান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম জানান, অতিরিক্ত পা থাকার খবরের পর পুলিশ জানায়, একই দুর্ঘটনায় আহত একজনের দুই পা বিচ্ছিন্ন হয়েছে এবং তার পরিবার পায়ের সন্ধান করছে। পরে নিশ্চিত হয়, ওই আহত ব্যক্তির একটি পা ভুলবশত সেন্টুর মরদেহের সঙ্গে চলে এসেছে।

আহত ব্যক্তির নাম রায়হান হোসেন। তার ভাতিজা অনিক জানান, দুর্ঘটনায় রায়হানের দুই পা ও এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়েছে এবং তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা মনে করছেন, দুর্ঘটনার পর তাড়াহুড়োতে মরদেহ উদ্ধার ও হস্তান্তরের ফলে এই বিভ্রান্তি ঘটেছে। ঘটনাটি এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে