ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

চার প্রার্থীর মনোনয়ন বাতিল

২০২৬ জানুয়ারি ০১ ১৮:২৭:২৮
চার প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি আটজন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বাতিল হওয়া চার প্রার্থী:

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভুঁইয়া – দাখিলকৃত এক শতাংশ ভোটারের মধ্যে ১০ জন যাচাই করা হয়; ৫ জন ঠিকানা ভুল থাকায় মনোনয়ন বাতিল।

নুর উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – দলীয় ফর্মে প্রার্থীর নাম, ভোটার নম্বর ও নির্বাচনি এলাকা উল্লেখ না থাকায় বাতিল।

মুহাম্মদ নেজাম উদ্দিন (গণঅধিকার পরিষদ) – টেন বি ফর্ম ও সিটি করপোরেশনের ৯৭ হাজার টাকা বাকি থাকায় বাতিল।

এ কে এম আবু তাহের (বিএনপির বিদ্রোহী) – ব্যাংকের ঋণখেলাপি হওয়া, দলীয় মনোনয়ন না থাকা ও ট্রেড লাইসেন্স আপডেট না থাকায় বাতিল।

উল্লেখ্য, চট্টগ্রাম-১১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ জন মনোনয়ন সংগ্রহ করেন। এর মধ্যে ১২ জনই মনোনয়ন দাখিল করেছিলেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে