ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
Sharenews24

২০২৬ সালের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে শুভ সূচনা

২০২৬ জানুয়ারি ০১ ১৪:৫৪:৪৪
২০২৬ সালের প্রথম কর্মদিবসে শেয়ারবাজারে শুভ সূচনা

নিজস্ব প্রতিবেদক : নতুন বছর ২০২৬-এর প্রথম দিনেই ইতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয় এবং সারাদিন সেই ধারা অব্যাহত থাকে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ঊর্ধ্বমুখী ছিল।

বছরের শুরুতে বাজারের এমন ইতিবাচক চিত্রে সন্তোষ প্রকাশ করেছেন বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে আগামী দিনে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের শেষ দিন এবং বছরের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১০ দশমিক ৬১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ৫ দশমিক ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১ হাজার ৬ দশমিক শূন্য পয়েন্টে। পাশাপাশি ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ ১৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৯ দশমিক ৪২ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৬৩টির দর বেড়েছে, ৬৬টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, ডিএসইতে এদিন মোট প্রায় ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫৪ কোটি ৪ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৪ কোটি ১১ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, ৪০টির দর কমেছে এবং ১২টির দর অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০৭ দশমিক ৪৫ পয়েন্টে। আগের দিন এই সূচক ৬ দশমিক ২৮ পয়েন্ট কমেছিল।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে