ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে সর্বশেষ তথ্য

২০২৫ ডিসেম্বর ৩০ ০৯:২২:০৯
খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে সর্বশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বিবিসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। এ তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আগেই জানিয়েছিলেন।

শেষ পর্যন্ত আজ সকালে দেশ ও জাতিকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান সাবেক এই প্রধানমন্ত্রী।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে