ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশকে নিয়ে বিজেপি নেতা শুভেন্দুর বক্তব্য ঘিরে সমালোচনার ঝড়

২০২৫ ডিসেম্বর ২৯ ১১:১৬:২৪
বাংলাদেশকে নিয়ে বিজেপি নেতা শুভেন্দুর বক্তব্য ঘিরে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর এক মন্তব্যকে ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি সম্প্রতি এক বক্তব্যে বলেন, ইসরায়েল যেভাবে গাজাকে ‘শিক্ষা’ দিয়েছে, বাংলাদেশকেও সেভাবেই শিক্ষা দেওয়া উচিত।

শনিবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত একটি মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে দুই হিন্দু নাগরিক দীপু দাস ও অমৃত মণ্ডল হত্যার প্রতিবাদে বিজেপি নেতা-কর্মী ও কয়েকজন হিন্দু ধর্মগুরুকে সঙ্গে নিয়ে ওই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল চলাকালে শুভেন্দু অধিকারী বলেন,“সবাইকে শিক্ষা দেওয়া উচিত। যেমন ইসরায়েল গাজায় শিক্ষা দিয়েছে। আমাদের দেশ ১০০ কোটির বেশি হিন্দুর দেশ, দেশ হিন্দুদের স্বার্থে চলে। যেমন অপারেশন সিন্দুরে পাকিস্তানকে শিক্ষা দেওয়া হয়েছিল।”

এই বক্তব্যের ভিডিও গণমাধ্যম এনডিটিভি প্রকাশ করার পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ‘ঘৃণাভাষণ’ হিসেবে আখ্যা দিয়ে কড়া নিন্দা জানিয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করে, শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সহিংসতার উসকানি দিয়েছেন। তৃণমূলের ভাষ্য অনুযায়ী, গাজার প্রসঙ্গ টেনে এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর শামিল।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ বলেন, বিজেপির এই বক্তব্য থেকে বিভাজনের রাজনীতি স্পষ্ট হচ্ছে। কংগ্রেস নেতা কপিল সিবালও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এত গুরুতর মন্তব্যের পরও এখনো কোনো এফআইআর বা গ্রেপ্তার না হওয়া উদ্বেগজনক।

এ ঘটনায় তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে—শুভেন্দু অধিকারীর বক্তব্য কি বিজেপির দলীয় অবস্থানকে প্রতিফলিত করে? রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, “বিরোধীদলীয় নেতার বক্তব্য কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সমর্থন করেন—তা স্পষ্ট করা প্রয়োজন।”

এর জবাবে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, বিরোধীদলীয় নেতা একটি সাংবিধানিক পদে রয়েছেন এবং তিনি জনমতের প্রতিফলন ঘটিয়েছেন বলেই মন্তব্য করেছেন। তবে তৃণমূলের অভিযোগ, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক রাজনীতি করছে।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকার এখনো শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি। বরং নয়াদিল্লি কূটনৈতিকভাবে সংযত অবস্থান বজায় রেখে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ এবং দীপু দাস হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক চাপে পড়ার প্রেক্ষাপটেই এ ধরনের আগ্রাসী বক্তব্য সামনে আসছে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক লাভের সম্ভাবনা নেই।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে