ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

২০২৫ ডিসেম্বর ২৮ ১১:২৫:৪৮
সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের লাফিয়ে বাড়ল দামী ধাতু সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, রোববার (২৮ ডিসেম্বর) থেকে প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ১,৫৭৪ টাকা। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন দাঁড়িয়েছে ২,২৭,৮৫৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতার প্রভাবে এই সমন্বয় করা হয়েছে। নতুন তালিকায় অন্যান্য ক্যারেটের দামও নির্ধারণ করা হয়েছে:

২১ ক্যারেট: ২,১৭,৫৩৪ টাকা প্রতি ভরি

১৮ ক্যারেট: ১,৮৬,৪৪৯ টাকা প্রতি ভরি

সনাতন পদ্ধতি: ১,৫৫,৪২৩ টাকা প্রতি ভরি

সোনার সঙ্গে পাল্লা দিয়ে রুপার দামও বেড়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম এক ধাক্কায় ৯৩৩ টাকা বেড়ে ৬,০৬৫ টাকা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৯০ বার পরিবর্তিত হয়েছে, যার মধ্যে ৬৩ বার বেড়েছে।

বাজারে এই উর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং জুয়েলার্সের ন্যূনতম ৬% মজুরি অবশ্যই যোগ করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে