ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ !

২০২৫ ডিসেম্বর ২৮ ১০:২৭:৫৭
এবার এনসিপি থেকে তাসনিম জারার স্বামীর পদত্যাগ !

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং তার স্বামী, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

তাসনিম জারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

এদিকে, তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও দলটি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি গণমাধ্যমকে জানান, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।” শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তিনি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের ঘোষণা দেন।

তবে খালেদ সাইফুল্লাহ জানান, তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। বিষয়টি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলেও নিশ্চিত করেছেন।

এনসিপির ভেতরে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য নির্বাচনি সমঝোতা নিয়ে অসন্তোষ দীর্ঘদিন ধরেই ছিল। দলটির জ্যেষ্ঠ নারী নেতাদের অধিকাংশই ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করে আসছিলেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্যসচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুমসহ একাধিক নেতা তাদের আপত্তি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাসনিম জারা বলেন, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে ঢাকা-৯ আসনের মানুষের পাশাপাশি দেশের সেবা করার। তবে বর্তমান বাস্তবতায় তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলেও জানান।

এদিকে, এনসিপি সূত্র জানিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে অসন্তুষ্ট হয়েই তাসনিম জারা পদত্যাগ করেছেন। এর আগে তাকে ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী করার আলোচনা চলছিল। তার পদত্যাগের পর ওই আসনে হুমায়রা নূরকে এনসিপির প্রার্থী করার বিষয়টি আলোচনায় এসেছে। তবে জামায়াত ওই আসন ছাড়বে কি না, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে