ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে ব্যাখ্যা দিলেন আখতার

২০২৫ ডিসেম্বর ২৮ ০৯:৫৩:৪৯
জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে ব্যাখ্যা দিলেন আখতার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা ও সম্ভাব্য জোট নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান স্পষ্ট করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন।

আখতার হোসেন বলেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানে পার্থক্য থাকলেও, সংস্কারের কিছু নির্দিষ্ট বিষয়ে এনসিপি, জামায়াতসহ কয়েকটি দলের মধ্যে স্বাভাবিকভাবেই মিল রয়েছে। তার মতে, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে যে অঙ্গীকার—বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেটিই নির্বাচনি জোট বা সমঝোতা বিবেচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি আরও জানান, এই বিষয়টি আদর্শগত একীভূতকরণ নয়; বরং নির্দিষ্ট সংস্কার এজেন্ডায় ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমন্বয়ের আলোচনা চলছে।

তবে জামায়াতের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শনিবারই দলটির কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে