ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রোববার থেকে নতুন নিয়মে সেন্টমার্টিন যাত্রা

২০২৫ ডিসেম্বর ২৮ ০৯:৪৭:০৮
রোববার থেকে নতুন নিয়মে সেন্টমার্টিন যাত্রা

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর জাহাজ চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম এ মান্নান।

সভায় সিদ্ধান্ত হয়, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত রোববার (২৮ ডিসেম্বর) থেকে সেন্টমার্টিনগামী কোনো পর্যটকবাহী জাহাজ যাত্রা করবে না।

জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করতে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অগ্নিনির্বাপণ ব্যবস্থার কঠোর যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজগুলোই রোববার থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রার অনুমতি পাবে।

সভায় আরও জানানো হয়, ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ দেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যেসব জাহাজের যাত্রা সাময়িকভাবে বাতিল হবে, সেসব জাহাজের যাত্রীদের সুবিধার্থে অনুমোদিত অন্যান্য জাহাজে সমন্বয়ের মাধ্যমে যাত্রার ব্যবস্থা করবে জেলা প্রশাসন।

উল্লেখ্য, শনিবার সকাল সাতটার দিকে নুনিয়ারছড়া ঘাটে যাত্রী ওঠানোর ঠিক আগমুহূর্তে ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জাহাজের নিচতলায় ঘুমন্ত অবস্থায় নুর কামাল নামে এক কর্মচারীর মৃত্যু হয়।

জাহাজে যাত্রী ওঠার আগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ঘাটে অপেক্ষারত ১৯৪ জন পর্যটক প্রাণে রক্ষা পান। সংশ্লিষ্টদের আশঙ্কা, মাঝসমুদ্রে এ ঘটনা ঘটলে প্রাণহানির সংখ্যা ভয়াবহ হতে পারত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে