ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৭ বছর পর দেশে ফিরে আবেগে ভাসলেন তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৭ ২৩:১৩:৩৬
১৭ বছর পর দেশে ফিরে আবেগে ভাসলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার রাস্তাজুড়ে জনস্রোত, লাখো মানুষের ভালোবাসা ও দোয়ায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে তিনি নিজের জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশে ফেরার মুহূর্তের অনুভূতি তুলে ধরেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে মাতৃভূমির মাটিতে পা রাখার দিনটি তার হৃদয়ে চিরদিনের জন্য গেঁথে থাকবে। ঢাকার রাজপথজুড়ে মানুষের ঢল, উষ্ণ অভ্যর্থনা ও লাখো মানুষের দোয়া তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি লেখেন, তার ও তার পরিবারের প্রতি যে ভালোবাসা, সম্মান ও সহমর্মিতা দেখানো হয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ভালোবাসা তাদের মানসিকভাবে আরও শক্তিশালী করেছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিকূল সময়েও যারা পাশে থেকেছেন এবং কখনো আশা হারাননি, তাদের সাহস ও দৃঢ়তাই তাকে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, এই সমর্থন তাকে প্রতিনিয়ত নতুন শক্তি দেয়।

নাগরিক সমাজের প্রতিনিধি, তরুণ সমাজ, পেশাজীবী, কৃষক ও শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের ঐক্যই প্রমাণ করে বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন দেশের মানুষ একসঙ্গে থাকে।

এই ঐতিহাসিক মুহূর্তটি দেশ ও বিশ্বের মানুষের সামনে দায়িত্বশীলভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। একই সঙ্গে দেশে ফেরার সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিকভাবে দেশের শান্তি রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবদানের কথাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তার দেশে ফেরাকে স্বাগত জানানো অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দের প্রতিও তিনি কৃতজ্ঞ। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান ও জনগণের ইচ্ছাশক্তির প্রতি সম্মান জানিয়ে দেওয়া বক্তব্যগুলোকে তিনি বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন বলেও জানান।

তারেক রহমান লেখেন, দেশে ফিরে তিনি শুধু স্বপ্নের কথা বলেননি, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। যে বাংলাদেশে শান্তি ও মর্যাদা থাকবে, প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে এবং প্রতিটি শিশু আশার আলো নিয়ে বেড়ে উঠবে—এমন বাংলাদেশের কথাই তিনি বলেছেন।

তিনি বলেন, এই পরিকল্পনা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং সব বাংলাদেশির জন্য। একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শেষে দেশে ফেরার সময় তাকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে বরণ করে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান সবার জন্য দোয়া কামনা করেন এবং আল্লাহর রহমত প্রত্যাশা করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে