ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নির্বাচনে অংশ নেবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

২০২৫ ডিসেম্বর ২৭ ২০:৪৩:২০
নির্বাচনে অংশ নেবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতালীগ। শনিবার বিকেলে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এখনো এমন একটি নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হয়নি। বরং সার্বিক পরিস্থিতি আগের সরকারের সময়ের তুলনায় আরও অবনতির দিকে গেছে বলে দলটির পর্যবেক্ষণে উঠে এসেছে।

দলটি দাবি করে, এখনো বহু মানুষ ও রাজনৈতিক পক্ষকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এমন বাস্তবতায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মনে করছে কৃষক শ্রমিক জনতালীগ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাধারণ জনগণের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন আগ্রহ বা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। এসব কারণ বিবেচনায় নিয়ে তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে