ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে ভারতীয় শিক্ষার্থীকে টেক্সাসে আটক করা হলো

২০২৫ ডিসেম্বর ২৭ ১৮:৩৮:৪৩
যে কারণে ভারতীয় শিক্ষার্থীকে টেক্সাসে আটক করা হলো

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হলেন মনোজ সাই লেল্লা, ২২ বছর বয়সী ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট ডালাসের সিনিয়র শিক্ষার্থী। ফ্রিস্কো পুলিশ ২২ ডিসেম্বর তাকে আটক করে।

পুলিশের বরাতে জানা গেছে, কয়েক দিন আগে লেল্লা তার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার হুমকিও দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, মনোজ সাই লেল্লার বিরুদ্ধে ‘বাসস্থান বা উপাসনালয়ে ক্ষতিসাধনের উদ্দেশ্যে অগ্নিসংযোগ’-এর অভিযোগ আনা হয়েছে, যা প্রথম-ডিগ্রির গুরুতর অপরাধ। পরিবারের সদস্যদের প্রতি হুমকির জন্য তাকে ‘ক্লাস এ’ মিসডিমিনার অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তবে কোনো উপাসনালয়ে হুমকির প্রমাণ পাওয়া যায়নি।

জামিন নির্ধারণ করা হয়েছে: অগ্নিসংযোগ মামলায় ১ লাখ মার্কিন ডলার এবং সন্ত্রাসী হুমকির মামলায় ৩,৫০০ মার্কিন ডলার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে