ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

২০২৫ ডিসেম্বর ২৬ ২২:২৯:২৬
বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তবে কবে নাগাদ তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

গণঅধিকার পরিষদের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে যেসব আসনে বিএনপি ছাড় দিয়েছে, সেখানে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হচ্ছে। বিএনপির ধারণা, নিজস্ব প্রতীকে নির্বাচন করলে জয় পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকে। এ কৌশলের অংশ হিসেবেই ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের অন্তর্ভুক্ত তিনটি দলের শীর্ষ নেতা বিএনপিতে যোগ দিয়েছেন। একই বাস্তবতায় গণঅধিকার পরিষদও নির্বাচনী কৌশল হিসেবে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগদানের অনুমতি দিয়েছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ মাধ্যমকে বলেছেন, নির্বাচনে বিজয়ের কৌশলের অংশ হিসেবেই দল থেকে রাশেদ খাঁনকে বিএনপিতে যোগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

নুরুল হক নুর আরও জানান, রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও গণঅধিকার পরিষদের দলীয় পরিচয় অক্ষুণ্ন থাকবে এবং তিনি ট্রাক প্রতীকেই প্রচারণা চালাবেন।

তিনি বলেন, রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর দলীয় ফোরামে আলোচনা করে একজনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

রাশেদ খাঁনের বিএনপিতে যোগদান প্রসঙ্গে জানতে চাইলে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিতে পারেন।

এর আগে নিজ নিজ দল বিলুপ্ত করে বা দলীয় পরিচয় ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দলের শীর্ষ নেতা। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) সভাপতি শাহদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ এবং এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। একই সঙ্গে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজও বিএনপিতে যোগ দিয়েছেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে