ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বারাকা পতেঙ্গার এজিএমে ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ২৬ ২০:৪৭:৩১
বারাকা পতেঙ্গার এজিএমে ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেটের হোটেল রয়্যাল মার্কে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সদস্যরা সরাসরি উপস্থিত থাকার পাশাপাশি অনলাইনের মাধ্যমেও অংশ নেন।

সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর স্বাগত বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানির দীর্ঘ পথচলায় বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থনের কথা স্মরণ করেন এবং ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহমেদ চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড ২৩ কোটি ৭৫ লাখ টাকা সমন্বিত মুনাফা অর্জন করেছে। এ সময় কোম্পানির সমন্বিত প্রতি শেয়ার আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৩৭ পয়সা। তিনি আরও জানান, একই অর্থবছরে কোম্পানির দুটি সহযোগী প্রতিষ্ঠান—কর্ণফুলী পাওয়ার লিমিটেড ৪১ কোটি ৬৩ লাখ টাকা এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড ১৪ কোটি ৬৭ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।

কোম্পানি সচিব মোহাম্মদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এজিএমে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশসহ উত্থাপিত সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে