ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বলল ভারত

২০২৫ ডিসেম্বর ২১ ১৯:১২:০৪
বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যা বলল ভারত

নিজস্ব প্রতিবেদক: নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবারের বিক্ষোভকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রোববার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশি কিছু গণমাধ্যম ঘটনা নিয়ে ভুল তথ্য পরিবেশন করেছে।

রণধীর জয়সওয়াল বলেন, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে হাইকমিশনের সামনে মাত্র ২০-২৫ জন যুবক জড়ো হয়েছিল। তারা ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে স্লোগান দিচ্ছিল এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছিল।

তিনি আরও স্পষ্ট করেছেন, বিক্ষোভকারীরা হাইকমিশনের নিরাপত্তা ভাঙার চেষ্টা করেনি এবং কোনো ধরনের ঝুঁকি তৈরি করেনি। হাইকমিশনের নিরাপত্তা বাহিনী কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই ঘটনার ভিডিও ফুটেজ জনসমক্ষে পাওয়া যাচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভারত বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছি।

মুখপাত্র আবারও বলছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে অবস্থিত সব বিদেশি মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের প্রতিশ্রুতি।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ২৭ বছর বয়সী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাঁর মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় রবিবার পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, বাংলাদেশ হাইকমিশনের গেটে শনিবার রাতের পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানিয়েছেন, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে কিছু লোক এসে হাইকমিশনের গেটে দাঁড়িয়ে চিৎকার করেছিল। তারা হিন্দি ও বাংলা মিশিয়ে কিছু বক্তব্য দিয়েছিল—হিন্দুদের নিরাপত্তা দিতে হবে, হাইকমিশনারকে ধরো। কিছুক্ষণ চিৎকার করার পর তারা চলে যায়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে