ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভাতার গেজেট জারির দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

২০২৫ ডিসেম্বর ১০ ১৭:৩২:১৭
ভাতার গেজেট জারির দাবিতে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সচিবালয়ে ভাতার গেজেট জারির দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছেন কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত উপদেষ্টার দপ্তরের সামনে কর্মচারীরা দলবেঁধে অবস্থান নেন।

আন্দোলনরত কর্মচারীরা তাদের ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের স্পষ্ট ঘোষণা, ভাতার গেজেট জারি না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরবেন না।

সচিবালয়ের প্রশাসনিক প্রাণকেন্দ্রে এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে ঘেরাও করে রেখেছেন।

কর্মচারীদের এই আকস্মিক অবস্থানে প্রশাসনিক কাজে কিছুটা হলেও চাপ সৃষ্টি হয়েছে। দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া এই ঘেরাওয়ের ফলে অর্থ উপদেষ্টার দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার জন্য প্রশাসনের সর্বোচ্চ স্তরকে চাপ দিতে এই কৌশল অবলম্বন করেছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে