ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৭ বছরেও কেন পদোন্নতি পাননি জানা গেল কারণ

২০২৫ ডিসেম্বর ০৭ ১৪:৪৭:৩৮
১৭ বছরেও কেন পদোন্নতি পাননি জানা গেল কারণ

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ডা. ধনদেব চন্দ্র বর্মণের উত্তপ্ত বাক্যবিনিময় ঘটেছে। ডা. ধনদেব জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল পরিদর্শনে গেলে এই ঘটনা ঘটে। ঘটনাটি ধারণকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর ডা. ধনদেবকে বহিষ্কারের নির্দেশ দেন।

ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. ধনদেব বলেন,“ডিজির কাছ থেকে গুরুজনের মতো আচরণ আশা করেছিলাম। কিন্তু তিনি এসে সমস্যাগুলো জেনে না, ভেতরে টেবিলের বিষয় নিয়ে কথা বললেন। আমার বন্ধুরা সবাই অধ্যাপক হয়ে গেছে। আমার চাকরিজীবন শেষ, কিন্তু আমার পদোন্নতি হয়নি। তাই সাসপেনশন হলে আমি খুশি হই।”

২০১৩ সালে এমএস ডিগ্রি অর্জনকারী ডা. ধনদেব মাত্র চার মাস আগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। দীর্ঘ ১৭ বছর কেন পদোন্নতি হয়নি তা খতিয়ে দেখা হলে জানা যায়:

আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে তিনি পদোন্নতির প্রক্রিয়া অনুসরণ করেননি।ময়মনসিংহ শহরে বিভিন্ন ক্লিনিকে অপারেশন সুবিধা নেওয়ার কারণে আগে পদোন্নতির জন্য আবেদন করেননি।

পদোন্নতির একটি প্রধান শর্ত হলো বার্ষিক গোপনীয় প্রতিবেদন জমা দেওয়া, যা তিনি মেনে চলেননি।নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, তিনি ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন করেননি, ডিপার্টমেন্টাল পরীক্ষা ও সিনিয়র স্কেল পরীক্ষা দেননি।

ফলে পদোন্নতির প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না করায় আওয়ামী সরকার তাকে পদোন্নতি দেয়নি। তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ইনসিটু পদোন্নতি দিয়ে তাকে সহকারী অধ্যাপক পদে উন্নীত করেছে। ২৯ জুলাই ২০২৫-এ তিনি পদোন্নতি পান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে