ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মহাকাশ থেকে কাবার দৃশ্য দেখে সবাই স্তব্ধ

২০২৫ ডিসেম্বর ০৫ ১৬:৪৪:৩৬
মহাকাশ থেকে কাবার দৃশ্য দেখে সবাই স্তব্ধ

নিজস্ব প্রতিবেদক : নাসার অভিজ্ঞ নভোচারী ডন পেটিট মহাকাশের কক্ষপথ থেকে তোলা এক মনোমুগ্ধকর ছবি প্রকাশ করার পর তা ইন্টারনেটজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ২ ডিসেম্বর তাঁর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা ওই ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীকে রাতের অন্ধকার ভেদ করে আলোকিত অবস্থায় দেখা যায়। শহরের কেন্দ্রস্থলে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে ইসলাম ধর্মের পবিত্রতম স্থান—কাবা শরিফ।

দক্ষ অ্যাস্ট্রো-ফটোগ্রাফার ও রসায়ন প্রকৌশলী পেটিট ছবিটির ক্যাপশনে লেখেন, “মহাকাশের কক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কা। মাঝের উজ্জ্বল ছোট্ট আলোকবিন্দুটি হলো কাবা শরিফ—ইসলাম ধর্মের সর্বাপেক্ষা পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।”

ছবিটিতে পাহাড়ি উপত্যকার মধ্যে বিস্তৃত মক্কা নগরী স্পষ্ট দেখা যায়। গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম) এলাকা অসংখ্য LED এবং সোডিয়াম লাইটে আলোকিত হওয়ায় পুরো নগরী রাতের বেলায় বিশেষভাবে জ্বলে ওঠে। সেই আলোর উৎসের কেন্দ্রেই অবস্থিত কাবা, যা ছবিতে উজ্জ্বল সাদা বিন্দুর মতো প্রতিফলিত হয়েছে।

ইন্টারনেট ব্যবহারকারীরা এই অনন্য আলোকদৃশ্য দেখে অভিভূত হয়েছেন। অনেকেই পেটিটকে ধন্যবাদ জানিয়েছেন পবিত্র নগরীকে এমন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন—“মহাকাশ থেকে দেখা কাবার আলো একেবারেই আলাদা। মনে হয় যেন পৃথিবীর হৃদয়ের গভীর থেকে কোনো দিব্য আলো ছড়িয়ে পড়ছে।”

মহাকাশ থেকে ছবি তোলা অত্যন্ত প্রযুক্তিনির্ভর জটিল কাজ। কিন্তু পেটিট দীর্ঘদিন ধরে এই চ্যালেঞ্জগুলোকে শিল্পে রূপান্তর করেছেন। তাঁর তোলা বিখ্যাত ছবির তালিকায় রয়েছে—মেঘের ওপরে ঝলমলে নক্ষত্রপথ,সুবিশাল বনাঞ্চলের ওপর বজ্রঝড়,মেরু অঞ্চলজুড়ে নৃত্যরত অরোরা,ইত্যাদি অসাধারণ দৃশ্য।

মক্কার এই নতুন ছবি সেই অসাধারণ সংগ্রহে আরও এক মূল্যবান সংযোজন হিসেবে যুক্ত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে