ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

লাশ উদ্ধার, প্রতিবেশীর নাম উঠে এলো তদন্তে!

২০২৫ ডিসেম্বর ০৪ ১১:৩৪:৪৯
লাশ উদ্ধার, প্রতিবেশীর নাম উঠে এলো তদন্তে!

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে নিখোঁজের ১৩ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা (৩.৫ বছর) নামের এক শিশুর লাশ প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে শহরের পবহাটি এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, শিশুটিকে হত্যা করা হয়েছে।

নিহত শিশু সাইমা আক্তার সাবা পবহাটি এলাকার ভ্যানচালক সাইদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় প্রতিবেশী শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শিশু বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশে থেকে নিখোঁজ হয়। সকাল থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। রাতে স্থানীয়রা দেখেন প্রতিবেশী মাসুদ হোসেনের স্ত্রী শান্তনা খাতুন বোরখা পড়ে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছেন। সন্দেহজনক আচরণে তার ঘরে প্রবেশ করলে খাটের নিচে শিশুর লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানিয়েছেন, তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।

স্থানীয় বাসিন্দারা হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দাবী করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে