ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আবারও বিতর্কের জন্ম দিলেন মুফতি আমির হামজা

২০২৫ ডিসেম্বর ০৩ ১১:৪৮:৪৮
আবারও বিতর্কের জন্ম দিলেন মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছেন। জনপ্রিয় এই ইসলামি বক্তার কিছু আগে থেকেই সমালোচনা থাকলেও মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিও তাকে আরও আলোচনার মধ্যে নিয়ে এসেছে।

ভিডিওতে দেখা যায়, কুষ্টিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছেন মুফতি আমির হামজা, যেখানে তিনি টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। তার পাশের চেয়ারে বসে আছেন কয়েকজন ব্যক্তি।

সামাজিক মাধ্যমে অনেকেই এই আচরণকে শিষ্টাচারবিরোধী বলে মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, ছোট পরিসরের অনুষ্ঠান হলেও বক্তাকে মঞ্চ বা অন্তত উঁচু স্থানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল; টেবিল ব্যবহার করা সমীচীন নয়।

এই ঘটনার পর নতুন করে সমালোচনার ঝড় উঠেছে এবং নির্বাচনী মাঠেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে