ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩০ আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির

২০২৫ ডিসেম্বর ০৩ ১১:৪৩:২৫
৩০ আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বিতর্কিত ও সমালোচিত প্রার্থীদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে সিলেট-৬, নেত্রকোনা-৫, ব্রাহ্মণবাড়িয়া-৪, জামালপুর-২, কুষ্টিয়া-৪, সিরাজগঞ্জ-৩ এবং চট্টগ্রাম-১২ ও ১৩সহ অন্তত ৩০টি আসনে মনোনয়ন পরিবর্তনের বিষয় আলোচনা হয়। এসব প্রার্থী বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়সজনিত সীমাবদ্ধতা, বিতর্কিত কর্মকাণ্ড ও সমালোচনা থাকার অভিযোগ উঠে।

বিএনপি ৩ নভেম্বর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার পর অর্ধশতাধিক আসনে ‘মনোনয়ন বিদ্রোহ’ দেখা দেয়। বাকি ৬৩টি আসনেও মনোনয়ন নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে।

একই বৈঠকে দল নির্বাচনী প্রচারণার জন্য ‘দেশ গড়ার পরিকল্পনা’ নামে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এটি ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে জেন-জি প্রজন্মসহ সমাজের সব শ্রেণিকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে।

বিএনপি বাসযোগ্য, আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সাতটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে—জলবায়ু ও পরিবেশ, শিক্ষা ও দক্ষ জনশক্তি, স্বাস্থ্য, কৃষি, নারী, ক্রীড়া ও ধর্ম। ক্ষমতায় গেলে এসব ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে তুলে ধরা হবে।

স্থায়ী কমিটির বৈঠকে ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। তিনি জানান, কর্মসূচি বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে