ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মেয়ে থেকে ছেলেতে রূপান্তর: চিকিৎসক জানালেন কারণ

২০২৫ ডিসেম্বর ০৩ ০৯:২৯:২০
মেয়ে থেকে ছেলেতে রূপান্তর: চিকিৎসক জানালেন কারণ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে ১২ বছর বয়সী জুবাইদা আক্তার আখি সম্প্রতি ছেলেতে রূপান্তরিত হয়েছেন। তার নতুন নাম রাখা হয়েছে তানভীর ইসলাম। চিকিৎসকদের মতে, জন্মগত ক্রোমোজোমগত সমস্যা বা হরমোনের অসামঞ্জস্যতার কারণে লিঙ্গের এই পরিবর্তন ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আখির শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। নাক-মুখ দিয়ে রক্ত পড়া, দুর্বলতা ও অসুস্থতার কারণে স্থানীয় চিকিৎসা করা হলেও হঠাৎ এক সকালে বড় ধরনের শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর পরিবারের সদস্যরা ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন, আখি আসলে ছেলে হিসেবে বিকশিত হচ্ছে, যা জন্মগত হরমোন জটিলতা বা যৌনাঙ্গ-সংক্রান্ত বিরল সমস্যার ফল হতে পারে।

তানভীরের বাবা আবুল কালাম চৌকিদার বলেন, “প্রথমে ভয় পেয়েছিলাম, কারণ বাচ্চা অসুস্থ ছিল। ঢাকায়-বরিশালে অনেক ডাক্তার দেখিয়েছি। এখন আল্লাহ আমাদের এমন আশ্চর্য দান দিয়েছেন। তবে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে অনেক আর্থিক সংকটে পড়েছি।”

তানভীর নিজেও বলেন, “ছোটবেলায় আমার অনেক বান্ধবী ছিল। এখন শারীরিক পরিবর্তনের পর বুঝলাম, আগের মতো ওদের সঙ্গে চলাফেরা করা ঠিক হবে না। শরীর এখন ভালো লাগে, মনে হয় নতুন করে শুরু করছি। ভবিষ্যতে একজন ভালো ইসলামি সংগীতশিল্পী হতে চাই।”

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া মন্তব্য করেছেন, “বৈজ্ঞানিকভাবে কেউ হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়ে যায়—এমনটি সম্ভব নয়। তবে জন্মগত ক্রোমোজোমগত সমস্যা, হরমোনের অসামঞ্জস্যতা বা যৌনাঙ্গে অস্পষ্টতা থাকা শিশুদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে। রোগীকে পরীক্ষা না করে সুনির্দিষ্ট মন্তব্য করা কঠিন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে