ঢাকা, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১৭ ঘণ্টার ব্যবধানে এক পরিবারে ৩ জনের মৃত্যু

২০২৫ ডিসেম্বর ০৩ ০৯:২০:৪৯
১৭ ঘণ্টার ব্যবধানে এক পরিবারে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট সদরের ভাদসা ইউনিয়নের বড়মাঝিপাড়া গ্রামে মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটেছে। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।

নিহতরা হলেন—সালেহা বেগম (৬৫), তার মেয়ে বিলকিস বেগম (৩৮) এবং নাতি তুহিন হোসাইন (২৫)। তুহিন জয়পুরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৯ নভেম্বর) বিলকিসের শাশুড়ি শেফালী বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাকে দেখতে গিয়ে বিলকিস নিজেও ডায়রিয়ায় আক্রান্ত হন এবং রোববার সকালে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিলকিসের মা সালেহা বেগম। এর আগেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তুহিন হোসাইন, যিনি ক্যান্সারে ভুগছিলেন।

রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়। সোমবার সকালে তাকে দাফন করা হয়। পরিবারের শোকচাপা পরিবেশের মধ্যেই একই দিন দুপুরে হাসপাতালে মারা যান সালেহা বেগম। আর মায়ের মৃত্যুর মাত্র আধাঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মেয়ে বিলকিস বেগম।

স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, “মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজন মারা গেছেন—এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনও দেখা যায়নি। সবাই স্তব্ধ হয়ে গেছে।”

নিহত বিলকিসের স্বামী ছানোয়ার হোসেন জানান, তার মা, স্ত্রী এবং শাশুড়ি তিনজনই ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও স্ত্রী ও শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৫ মিনিটের ব্যবধানে মারা যান। এর আগের রাতেই মৃত্যুবরণ করেন তার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে তুহিন।

এ বিষয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক বলেন, হাসপাতালে মারা যাওয়া মা–মেয়ে ডায়রিয়ায় নয়, শ্বাসকষ্টে মৃত্যুবরণ করেছেন। তারা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিলেন না।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে