ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
Sharenews24

এক ভুলেই বাংলাদেশিদের জন্য সতর্ক সংকেত

২০২৫ নভেম্বর ২৫ ১৬:০২:৪৬
এক ভুলেই বাংলাদেশিদের জন্য সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করতে গিয়ে কেউ ভিসা জালিয়াতি বা অবৈধ পথ ব্যবহার করলে তার ভ্রমণে ১০ বছরের নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, অপরাধী ও প্রতারকদের পরিচালিত বেআইনি কার্যক্রমের কারণে প্রতি বছর ভিসা আবেদনকারীরা লাখ লাখ পাউন্ড ক্ষতির মুখে পড়েন। এসব প্রতারণা বাংলাদেশসহ বিশ্বজুড়ে দুর্বল মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং আইনের প্রতি ঝুঁকি তৈরি করছে।

হাইকমিশন জানায়, বিশ্বব্যাপী ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। অপরাধী চক্রগুলো উন্নত কৌশল ব্যবহার করে ভুক্তভোগীদের প্রতারণা করছে—অতিরিক্ত ফি দিয়ে ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি,যোগ্যতা ছাড়াই চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা,দ্রুত প্রক্রিয়াকরণের প্রলোভন—যার বাস্তব ফল হলো অর্থনৈতিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, দীর্ঘমেয়াদি ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অনেক ক্ষেত্রে পাচার ও শোষণের ঝুঁকি।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন,“ভিসা জালিয়াতি মানুষের স্বপ্ন ও পরিবার দুটোই ধ্বংস করে। অপরাধীরা মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে শোষণ করে, তাদের অর্থ কেড়ে নেয় এবং গুরুতর ঝুঁকিতে ফেলে। আমাদের বার্তা স্পষ্ট—শুধু সরকারি চ্যানেল ব্যবহার করুন, পরামর্শ যাচাই করুন এবং সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করুন।”

তিনি আরও বলেন,“যুক্তরাজ্য বৈধ ও সঠিক প্রক্রিয়ায় করা ভিসা আবেদনকে স্বাগত জানায়। কিন্তু যারা জালিয়াতির পথ বেছে নেন তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে—এর মধ্যে রয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে