ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

মহানবী (সা.)-এর দৃষ্টিতে ভূমিকম্পে মৃত ব্যক্তির মর্যাদা

২০২৫ নভেম্বর ২২ ১৫:০১:৫১
মহানবী (সা.)-এর দৃষ্টিতে ভূমিকম্পে মৃত ব্যক্তির মর্যাদা

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পকে ইসলামে মহান আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা হিসেবে ধরা হয়। অতীত যুগে আল্লাহ বহু জাতিকে অবাধ্যতা ও অন্যায়ের কারণে ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করেছেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, শোয়াইব (আ.)-এর জাতি ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়েছিল (সুরা আরাফ, আয়াত: ৯১)।

মহানবী (সা.)ও তার উম্মতদের ভূমিকম্প সম্পর্কে সতর্ক করেছেন। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সমাজে পাপাচার ও অন্যায় ছড়িয়ে পড়লে অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণের মতো শাস্তি ঘটতে পারে (তিরমিজি, হাদিস: ২২১১)।

তবে ইসলামে ভূমিকম্পে নিহত ব্যক্তি শহীদ হিসেবে গণ্য হন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ভূমিকম্পে মৃত্যুবরণ করা, মহামারীতে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, পেটের ব্যথায় মৃত্যু বা আল্লাহর পথে শহীদ হওয়া—এই পাঁচ প্রকার শহীদের অন্তর্ভুক্ত (মুয়াত্তা মালেক, হাদিস: ২৮৫)।

সুতরাং, মুসলমানদের উচিত সমাজে ছড়িয়ে পড়া পাপাচার থেকে বিরত থাকা এবং পরিবারের পাশাপাশি অন্য মুসলমানদেরও সতর্ক করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে