ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
Sharenews24

ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ-প্রতিপক্ষ কারা

২০২৫ নভেম্বর ২২ ১০:২২:৪৬
ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী ম্যাচ-প্রতিপক্ষ কারা

সরকার ফারাবী: ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া ম্যাচের পর এখন বাংলাদেশি সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল কখন আবার মাঠে দেখা যাবে প্রিয় লাল-সবুজকে? ঠিক সেই সময়েই ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তাল ফিরিয়ে আনতে আগামী বছরের দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় দলও।

২০২৫ সালে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের সামনে। তাই অপেক্ষার শেষ হবে ২০২৬ সালের মার্চে।

১. বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ: প্রতিপক্ষ সিঙ্গাপুর

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যেই জানিয়েছে, আগামী বছরের মার্চেই আবার আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ পর্বে।

প্রতিপক্ষ: সিঙ্গাপুর

প্রতিযোগিতা: এএফসি এশিয়ান কাপ বাছাই (প্লে-অফ)

তারিখ: ৩১ মার্চ ২০২৬

সম্ভাব্য সময়: বিকেল ৫টা বা ৬টা (বাংলাদেশ সময়)

সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ হতাশাজনক পরাজয় এখনও ভোলেনি সমর্থকরা। তাই ঘরের মাঠে ফিরেই জয়ের স্বাদ দেখতে চায় গোটা দেশ।

২. ব্রাজিলের মার্চের দুই হাই-ভোল্টেজ ম্যাচ: ফ্রান্স ও ক্রোয়েশিয়া

তিউনিশিয়ার সঙ্গে অপ্রত্যাশিত ১-১ গোলের ড্র করে বছরের শেষ প্রস্তুতি ম্যাচে হতাশ করেছে ব্রাজিল। সেই ব্যর্থতা ভুলে নতুন বছরে আরও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের যাচাই করবে তারা।

২০২৫ সালে আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। তবে ২০২৬ সালের মার্চে সেলেসাওরা দুটি বড় লড়াইয়ে নামবে-

প্রথম ম্যাচ:

তারিখ: ২৮ মার্চ ২০২৬

প্রতিপক্ষ: ফ্রান্স

সময়: এখনো ঠিক হয়নি

দ্বিতীয় ম্যাচ:

তারিখ: ৩১ মার্চ ২০২৬

প্রতিপক্ষ: ক্রোয়েশিয়া

সময়: ঘোষণা বাকি

এই মার্চের ম্যাচগুলো শেষে জুনে নরওয়ের বিপক্ষেও খেলবে ব্রাজিল। অনেকেই মনে করছেন, মার্চের স্কোয়াডই হতে পারে ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য প্রাথমিক দল।

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন

সান্তোসের হয়ে নিয়মিত ম্যাচ খেলতে পারলে এবং পুরোপুরি সুস্থ থাকলে নেইমারকে মার্চেই আবার দেখা যেতে পারে ব্রাজিল জার্সিতে। ইনজুরি না থাকলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তার মাঠে নামা প্রায় নিশ্চিত বলেই আশা করছে কোচিং স্টাফ।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে