ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

দাদার মুখে কুলুপ থাকবেই ভাতিজা: ভারতীয় ময়ূখ

২০২৫ নভেম্বর ২১ ০৯:১৯:২৩
দাদার মুখে কুলুপ থাকবেই ভাতিজা: ভারতীয় ময়ূখ

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ফুটবল দলের বিপক্ষে বাংলাদেশের ১-০–এর গৌরবময় জয় দেশজুড়ে উদযাপিত হলেও, ম্যাচ-পরবর্তী সামাজিক প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। এ জয়কে ঘিরে সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের একটি ফেসবুক পোস্ট বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

জয়ের পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ, যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।

তিনি লেখেন—“আমার যখন ৫ বছর বয়স, তখনও ভারতীয় ফুটবলের এই হাল দেখতাম। ১৬ বছর আগেও আজ এক হাল।”

এ ছাড়া বাংলাদেশের জয় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন—“ভিয়ার বাংলাদেশ, একটা জিনিশ ঠিক— ‘প্রিয় দাদার মুখে কুলুপ’। আমার দেশের ছেলেরাও পারেনি খেলতে। ১০০টা পরাজয় এলেও আমি বা আমরা দেশকে গাল দেবো না। ওদের মনোবল ভাঙতে চাই না।”

তার এই মন্তব্য সমর্থকদের একাংশে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করলেও, অন্য অংশে সমালোচনার ঝড় ওঠে।

তিনি শুধু ফুটবল-পরবর্তী প্রতিক্রিয়াই নয়, বরং ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে করা কটাক্ষমূলক একটি পোস্ট সম্পর্কেও মতামত তুলে ধরেন। এতে আলোচনার পরিধি সামাজিক মাধ্যমের বিস্তৃত আচরণে পৌঁছায়।

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের আনন্দে দেশ যখন উৎফুল্ল, তখন সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া এই আলোচনাগুলো ফুটবল মাঠের সীমা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বৃহত্তর সামাজিক পরিসরে।

বাংলাদেশের জয় যেমন দেশের ফুটবলে নতুন আশার আলো দেখাচ্ছে, তেমনি সামাজিক প্রতিক্রিয়া আবার মনে করিয়ে দিচ্ছে—মাঠের খেলাই শেষ কথা নয়, আলোচনার মাঠটিও সমান উত্তপ্ত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে