ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

তত্ত্বাবধায়ক সরকারের রায়ে যা বললেন আইন উপদেষ্টা

২০২৫ নভেম্বর ২০ ১২:০০:৪১
তত্ত্বাবধায়ক সরকারের রায়ে যা বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফেসবুকে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেও এটি কার্যকর হবে পরবর্তী সংসদ থেকে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন: বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব।

আপিল বিভাগের মূল সিদ্ধান্তগুলো:

পূর্বের রায় বাতিল: আগের রায় বাতিল করে সম্পর্কিত সব আপিল মঞ্জুর করা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার পুনরুদ্ধার: সংবিধানের চতুর্দশ খণ্ডের ২এ অধ্যায় পুনরুজ্জীবিত হয়েছে।

কার্যকারিতা শর্তসাপেক্ষ: এটি কার্যকর হবে পরবর্তী সংসদ নির্বাচনের সময়।

ভবিষ্যতের জন্য প্রযোজ্য: অতীতের ঘটনার উপর রায়ের কোনো প্রভাব নেই, ভবিষ্যতের জন্য প্রযোজ্য।

২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের জন্য আইনি লড়াই শুরু হয়। চলতি বছরের ২৭ আগস্ট আপিল মঞ্জুর হয় এবং এরপর বিএনপি, জামায়াত ও পাঁচ বিশিষ্ট নাগরিক আপিল দায়ের করেন।

আপিল শুনানিতে বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে