ঢাকা, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
Sharenews24

বেতন-ভাতা প্রণয়নে পে কমিশনের নতুন পদক্ষেপ

২০২৫ নভেম্বর ২০ ১১:৫৮:২২
বেতন-ভাতা প্রণয়নে পে কমিশনের নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন–ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের দিকে আরও এক ধাপ এগোচ্ছে জাতীয় বেতন কমিশন। আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করবেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের বিদ্যমান বেতন–ভাতা এবং অন্যান্য সুবিধা পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে।

এর আগে ১ থেকে ১৫ অক্টোবর নাগরিক, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন সমিতি থেকে অনলাইনে মতামত সংগ্রহ করা হয়েছিল।

জাতীয় বেতন কমিশন ২৭ জুলাই গঠিত হয় এবং লক্ষ্য ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, তিনটি রিপোর্ট যাচাই–বাছাইয়ের পর সুপারিশ নির্ধারণ করা হবে। বর্তমান সরকার কাঠামো তৈরি করবে, পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, গত আট বছরে এ খাতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ হয়নি, তাই এবার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাজেট বাস্তবতা ও সামাজিক খাতে ব্যয় বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে