ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
Sharenews24

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে আগুন

২০২৫ নভেম্বর ১৯ ১০:২৯:৩৫
এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মঙ্গলবার রাতে এক ঘন্টার ব্যবধানে দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত চেষ্টায় আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে। তবে তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।কেউ হতাহত হয়নি।

ঘটনার একটি হলো গুলিস্তানের রমনা ভবনের তৃতীয় তলায় এম আকবর টেইলার্সের শোরুমে আগুন লেগে। রাত ১২টা ৩০ মিনিটে খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও একটি ইউনিট যোগ হয়ে রাত ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, রাস্তা ফাঁকা থাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত ১১টার দিকে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে একটি জীপ গাড়িতে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট মাত্র ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, দুটি অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্ভবত গ্যাস লিকেজ থেকে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে