ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
Sharenews24

হাসিনার ফাঁসির রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

২০২৫ নভেম্বর ১৮ ১৫:২৮:১০
হাসিনার ফাঁসির রায় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সোমবার রাতের বিবৃতিতে সংস্থাটির মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের সময় ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ীদের ন্যায়সংগত ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বিচারের আওতায় আনা খুবই জরুরি। তিনি আরও বলেন, ভুক্তভোগীরা ন্যায়বিচার চান, তবে মৃত্যুদণ্ড এমন একটি শাস্তি যা মানবাধিকার লঙ্ঘনকে আরও বাড়িয়ে দেয়—এটির স্থান কোনো আধুনিক বিচারব্যবস্থায় নেই।

অ্যামনেস্টির বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের আন্দোলনে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হওয়ার ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রয়োজন একটি স্বাধীন, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বিচারপ্রক্রিয়া। সংস্থাটির মতে, জুলাইয়ের ভুক্তভোগীরা এমন একটি বিচার চান যা পক্ষপাতহীন হবে এবং যা মৃত্যুদণ্ডের মতো মানবাধিকারবিরোধী শাস্তির আশ্রয় নেবে না।

সংগঠনটি পুনর্ব্যক্ত করে যে, তারা বিশ্বের কোনো দেশেই মৃত্যুদণ্ড সমর্থন করে না। অপরাধের ধরন, পরিস্থিতি, অভিযুক্তের দোষ বা নির্দোষ হওয়া—কোনো কিছুই মৃত্যুদণ্ড সমর্থনের কারণ হতে পারে না। অ্যামনেস্টি বহু বছর ধরে মৃত্যুদণ্ডকে "নির্মম, অমানবিক ও অবমাননাকর শাস্তি" হিসেবে নিন্দা জানিয়ে বিশ্বব্যাপী এর বিলোপ দাবি করে আসছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অতীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম, হেফাজতে নির্যাতনসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে অ্যামনেস্টি ধারাবাহিকভাবে বিবৃতি দিয়েছে। তবে তখন শেখ হাসিনা ও তার সরকার এসব প্রতিবেদনকে অস্বীকার করে দাবি করত, এসব অভিযোগ বিএনপি–জামায়াতের অর্থায়িত প্রচারণার অংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে