ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে আপিল করতে পারবেন না শেখ হাসিনা

২০২৫ নভেম্বর ১৭ ১৬:১০:০৫
যে কারণে আপিল করতে পারবেন না শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় শীঘ্রই ঘোষণা করা হবে। দেশের নজর এখন এই রায়ের দিকে। ইতিমধ্যে মামলার রাজসাক্ষী ও একাধিক আসামি সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা নিয়ম অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে গ্রেপ্তার হলে আপিল করতে পারবেন। রাষ্ট্রপক্ষও এই সময়ের মধ্যে আপিল বিভাগে যেতে পারবে।

কিন্তু পলাতক আসামিদের ক্ষেত্রে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম জানিয়েছেন, তারা গ্রেপ্তার না হলে আপিল করতে পারবেন না।

প্রসিকিউটর আরও জানান, মামলার প্রধান আসামি একজন নারী হলেও রায় প্রদানে নারীদের জন্য ট্রাইব্যুনাল বা সাধারণ আইনে কোনো বিশেষ সুবিধা নেই। সিআরপিসি অনুযায়ী নারী, অসুস্থ ও শিশুদের জামিনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনা করে শাস্তি বা খালাস দেওয়া হবে, নারী হোক বা পুরুষ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে