ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
Sharenews24

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস

২০২৫ নভেম্বর ১৭ ১৮:১১:২৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু ভারতীয় ওমরাহযাত্রী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান।

স্ট্যাটাসে মোদি লিখেন—“মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে। আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছেন।”

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, মদিনা ও বাদরের মাঝামাঝি মুফরাহথ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্যাংকার লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হন। তাঁদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু। নিহতরা সবাই ভারতের হায়দরাবাদের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে গেলে হতাহতের সংখ্যা আরও বাড়ে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর দুর্ঘটনার ঘটনায় গভীর শোক জানিয়ে বলেন—রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনসুলেট নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করছে।

তেলাঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করে মুখ্য সচিব ও ডিজিপিকে দ্রুত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন।সচিবালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি আহতদের চিকিৎসা ও নিহতদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট কর্মীরা এবং কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে কাজ করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে