ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

‘আমাকে খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি’

২০২৫ নভেম্বর ১৬ ১৫:৫৯:২১
‘আমাকে খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া তরুণী পূজা দাসকে এখনো খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের ছয় দিন পার হলেও তরুণীর কোনো শারীরিক অবস্থার খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবার বলছে—ঘটনার মধ্যে রহস্য রয়েছে এবং ইচ্ছাকৃত কিছু ঘটতে পারে।

এরই মধ্যে পুলিশ দাবি করছে, তরুণী নিজেই তাদের কাছে বার্তা পাঠিয়ে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, “তরুণী তার হোয়াটসঅ্যাপ থেকে একটি বার্তায় লিখেছেন—‘আমাকে খুঁইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।’” তবে পুলিশ মনে করছে, মেয়েটি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেলেও তাকে উদ্ধার করে প্রকৃত ঘটনা জানাটা জরুরি।

তরুণীর ভাই সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন—৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে পূজা বরিশাল নগরীর একটি কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। এরপর থেকেই তার খোঁজ মিলছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি—এ ঘটনার নেপথ্যে আরও কোনো অজানা কারণ থাকতে পারে।

তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, “তদন্ত শুরুর পরপরই তরুণীর হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। কিন্তু বার্তা পাঠানো নম্বরটি এখন বন্ধ থাকায় প্রযুক্তিগতভাবে ট্র্যাক করা কঠিন হয়ে পড়েছে।” তিনি বলেন, তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রযুক্তিগত বিভিন্ন কৌশল ব্যবহার করে তরুণীর অবস্থান শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, “আমরা নিশ্চিত হয়েছি যে মেয়েটি জীবিত ও ভালো আছে। তদন্ত অগ্রসর হয়েছে এবং মনে হচ্ছে আমরা তার খুব কাছাকাছি পৌঁছে গেছি। উদ্ধার করতে পারলে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।”

পুলিশের পক্ষ থেকে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, খুব দ্রুত তরুণীকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে। তবে তরুণীর রহস্যজনক বার্তা এবং নম্বর বন্ধ থাকায় অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে এলাকাবাসীর মধ্যেও।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে