ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Sharenews24

পে-স্কেল বাস্তবায়নে আসছে নতুন কর্মসূচি 

২০২৫ নভেম্বর ১৬ ১৫:৫৭:১০
পে-স্কেল বাস্তবায়নে আসছে নতুন কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দ্রুত গেজেট প্রকাশসহ বেতন কাঠামো সংস্কারের বিভিন্ন দাবিতে সংগঠনটি কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে। রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সমাবেশে নেতৃত্বরা জানান, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

পরিষদের নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বকেয়া থাকা পে-স্কেল বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় দেশের কোটি সরকারি কর্মচারীর মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তারা বলেন, বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক সীমাবদ্ধতার অজুহাতে পে-স্কেল ঝুলিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করতে হবে।

দাবি–দাওয়ার মূল পয়েন্টগুলো:

১:৪ অনুপাতে নতুন বেতন কাঠামো নির্ধারণ

মোট ১২টি গ্রেডে পুনর্গঠন

সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা, সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা নির্ধারণ

নবম পে-স্কেল ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা

২০১৫ সালের পে-স্কেল থেকে বাদ দেওয়া ৩টি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল

বেতন জ্যেষ্ঠতা ফিরিয়ে আনা

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ও পেনশন চালুর দাবি

গ্র্যাচুইটির হার ৯০% থেকে ১০০% করা

পেনশন গ্র্যাচুইটিতে ১ টাকার বিপরীতে ৫০০ টাকা নির্ধারণ

পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান বলেন, “৩০ নভেম্বরের আগে সরকার যদি দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আন্দোলন কঠোর রূপ নেবে। ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। তারা সরকারি কর্মচারীদের দাবিকে সমর্থন প্রদান করেন এবং ন্যায্য বেতন কাঠামোর পক্ষে অবস্থান নেন।

এদিকে, কর্মচারীদের অভিযোগ—দীর্ঘদিন ধরে পে-স্কেল ঝুলে থাকার ফলে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব তাদের জীবনমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই দাবি আদায়ে এবার তারা কঠোর থেকে আরও কঠোর পথে হাঁটতে প্রস্তুত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে