ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
Sharenews24

যাদের বিরুদ্ধে মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

২০২৫ নভেম্বর ০৩ ১৫:১৩:৩২
যাদের বিরুদ্ধে মামলা করলেন ঢাবি শিক্ষিকা মোনামী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী তাঁর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন তিনি। মামলাটি দায়েরের সময় ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক শাখাওয়াত জাকারিয়া সহায়তা করেন। এসময় ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।

ডাকসুর আইন সম্পাদক জাকারিয়া তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবির সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।

তিনি লেখেন,“যারা অশালীন মন্তব্য করেছেন বা বিকৃত ছবি প্রচার করেছেন, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিবির সাইবার ইউনিট আমাদের আশ্বাস দিয়েছে— ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী যদি এমন সাইবার বুলিংয়ের শিকার হন, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

চারজনকে আসামি করা হয়েছে

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর জানান, মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে।তারা হলেন—

1️⃣ সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার

2️⃣ লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ

3️⃣ ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন

4️⃣ আশফাক হোসাইন ইভান

মামলার এজাহারে যা বলা হয়েছে

শেহরীন আমিন ভূঁইয়া মোনামী এজাহারে উল্লেখ করেন,“বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছে। ২ নভেম্বর সকাল ১১টা ২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অফিসে অবস্থানকালে আমি বিষয়টি লক্ষ্য করি। এতে আমি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছি।”

তিনি আরও লেখেন,“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারের সঙ্গে আলোচনা করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। আমি বিবাদীদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা চাই।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে