ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকি

২০২৫ অক্টোবর ২৮ ১৫:৩৫:৪৫
মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকি

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের নানা প্রান্তে কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করা হাফেজ সাইফুর রহমান ত্বকি আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ত্বকির শিক্ষক ও মারকাযুত তাহফিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হাফেজ নেছার আহমদ আন-নাছিরী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকি।এরপর তিনি কুয়েত ও বাহরাইনেও কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের পতাকাকে বিশ্বের মঞ্চে উঁচু করে ধরেন।

দেশেও তিনি একাধিক জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হন।

সম্প্রতি ত্বকি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

২০০০ সালে কুমিল্লা মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন হাফেজ ত্বকি।তাঁর বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক। একমাত্র ছেলেকে নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখতেন।

হাফেজ নেছার আহমদ আন-নাছিরী বলেন—“ত্বকি শুধু আমার ছাত্র নয়, ছিল আমার পরিবারের একজন সদস্যের মতো। তার চলে যাওয়া বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

ত্বকির মৃত্যুতে ধর্মপ্রাণ মানুষ ও আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ তার আত্মার মাগফিরাত কামনা করছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে