ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

আল-আরাফাহ্ ব্যাংকের এমডি ফরমান চৌধুরীকে অপসারণ

২০২৫ অক্টোবর ২৭ ২০:৫৫:৪৭
আল-আরাফাহ্ ব্যাংকের এমডি ফরমান চৌধুরীকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।

অনিয়ম এবং পরিচালনা ও তদারকিতে দুর্বলতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, ব্যাংকটির পরিচালনা পর্ষদই প্রথমে ফরমান আর চৌধুরীকে অপসারণের সুপারিশ করেছিল, যা পরে অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে চৌধুরীসহ আরও তিন কর্মকর্তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত আসে। প্রতিবেদনে ব্যাংকটির বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে এর এজেন্ট ব্যাংকিং বিভাগে অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার বিষয়গুলো উঠে আসে।

ব্যাংকটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওই প্রতিবেদনে ফরমান আর চৌধুরীসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে অনিয়ম ও দুর্বল তদারকির জন্য দায়ী করা হয়।

এপ্রিল থেকে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাত উল্লাহ খান ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পাঁচ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পর্ষদ নিয়োগ করে। আব্দুস সামাদ লাবু বিতর্কিত এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ভাই।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে