ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

১৫ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে মেসেঞ্জার অ্যাপ!

২০২৫ অক্টোবর ২৭ ১০:৫৩:৩১
১৫ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে মেসেঞ্জার অ্যাপ!

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা ঘোষণা করেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ম্যাক ও উইন্ডোজের জন্য মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এরপর ব্যবহারকারীরা আর ডেস্কটপ অ্যাপে লগইন করতে পারবেন না। মেসেঞ্জার ব্যবহার করতে চাইলে সরাসরি ফেসবুকের ওয়েবসাইট ব্যবহার করতে হবে। খবরটি প্রথম জানিয়েছে টেকক্রাঞ্চ।

মেসেঞ্জারের হেল্প পেজে জানানো হয়েছে, অ্যাপ বন্ধ হওয়ার আগে ব্যবহারকারীরা একটি ইন-অ্যাপ বিজ্ঞপ্তি পাবেন। ব্যবহারকারীরা ৬০ দিন পর্যন্ত অ্যাপ চালাতে পারবেন। ৬০ দিন পার হওয়ার পর অ্যাপ বন্ধ হয়ে যাবে, তাই মেটা ব্যবহারকারীদের ডেটা ব্যাকআপ ও অ্যাপ ডিলিট করার পরামর্শ দিয়েছে।

এরই মধ্যে অ্যাপল অ্যাপ স্টোর থেকে মেটার ডেস্কটপ অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে, খবরটি প্রথম প্রকাশ করেছিল অ্যাপলইনসাইডার। মেটা ব্যবহারকারীদের সতর্ক করেছে যেন তারা অন্য বিকল্প অ্যাপ বা ওয়েব ভার্সনের সঙ্গে পরিচিত হন।

উইন্ডোজ ব্যবহারকারীরা ফেসবুকের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে পারবেন, এবং ম্যাক ও উইন্ডোজ ব্যবহারকারীরা ওয়েব ব্রাউজারে মেসেঞ্জার চালিয়ে যেতে পারবেন। মেটা পরামর্শ দিয়েছে, ওয়েব ভার্সনে যাওয়ার আগে চ্যাট ইতিহাস নিরাপদে সংরক্ষণ ও পিন সেট করা উচিত।

ফেসবুকডটকমে লগইন করলে চ্যাট ইতিহাস সব প্ল্যাটফর্মে দেখা যাবে। ব্যবহারকারীরা Settings > Privacy and Safety > End-to-End Encrypted Chat থেকে ‘Turn On Secure Storage’ চালু আছে কি না পরীক্ষা করতে পারবেন।

তবে যারা ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে অভ্যস্ত ছিলেন, তাদের জন্য এই পরিবর্তন কিছুটা অসুবিধাজনক হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে