ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা

২০২৫ অক্টোবর ২৭ ১০:২০:২০
সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে বর্তমানে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।

সালেহ আহমেদ বলেন,“অন্য মন্ত্রণালয় থেকেও ভূমি-সংক্রান্ত সেবা দেওয়া হয়, কিন্তু অভিযোগ আসে শুধু ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে।”

তিনি আরও বলেন,“ভূমি সেবার বিভিন্ন ধাপে দালাল রয়েছে। তবে ভূমির সব কাজ কেবল ভূমি মন্ত্রণালয় করে না—আইন মন্ত্রণালয়ও এতে সম্পৃক্ত।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। তিনি জানান, ভূমি সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ায় মানুষ এখন ধীরে ধীরে অনলাইন সেবার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে ১৭ লাখ ৭৬ হাজার মিউটেশন আবেদন জমা পড়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল প্রায় ১৩ লাখ।

তিনি আরও জানান, দেশের ৬১ জেলায় ৮২০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে, যেখানে নাগরিকরা সহজে সেবা পাচ্ছেন। উপজেলা পর্যায়ে এসব কেন্দ্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে