ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কড়া পদক্ষেপ

২০২৫ অক্টোবর ২৭ ১০:৩৭:৪৫
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের কড়া পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কাউন্সিল বডি ৫০ জন নিরীক্ষককে জরিমানা করেছে। কারণ, তারা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব বিবরণীর নিরীক্ষা কার্যক্রম শেষ হওয়ার এক বছরের পেছনের তারিখে স্বাক্ষর করেছেন। প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। এটি এফআরসি প্রতিষ্ঠার পর নিরীক্ষকদের জরিমানা দেওয়ার প্রথম ঘটনা।

একজন কাউন্সিল সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নিয়ম অনুযায়ী নিরীক্ষককে প্রতিবেদন কার্যক্রম শেষ হওয়ার দিনই স্বাক্ষর করতে হবে। এটি মানা না হওয়ায় জরিমানা করা হয়েছে। প্রথমবারের এ ঘটনা ‘প্রতীকী’ জরিমানা হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে এফআরসি কঠোর অবস্থান নেবে।”

জরিমানার শিকার ৫০ নিরীক্ষকসহ মোট ৯০৪ জন নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠান আগামী এক বছরের জন্য নিবন্ধনের অনুমোদন পেয়েছেন। এদের মধ্যে ৬৩৬ জন নিরীক্ষক এবং ২৬৮টি নিরীক্ষা ফার্ম রয়েছে। ফার্মগুলোর মধ্যে ২৪৪টি চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) এবং ২৪টি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ফার্ম। নিবন্ধনের সনদ কার্যকর হবে এক বছর।

নিবন্ধনের জন্য এফআরসিতে মোট ৯৯৫টি আবেদন জমা পড়েছিল। এক বছর পেছনের স্বাক্ষরের জন্য জরিমানা প্রাপ্ত নিরীক্ষকরা শর্তসাপেক্ষে নিবন্ধন সনদ পাবেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার জন্য লিখিত মুচলেকা দিতে হবে।

জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরীক্ষা কার্যক্রমে অননুমোদিত নিরীক্ষক যুক্ত থাকার অভিযোগে ১৫ জন নিরীক্ষকের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলবে।

৩৫ জন নিরীক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা থেকে নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে, তাদেরও তদন্ত শুরু হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কিছু নিরীক্ষা ফার্মের অনিয়মের বিষয়ে এফআরসিকে লিখিতভাবে জানিয়েছে। তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ। আগামী কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে