ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Sharenews24

এক ছেলেকে কোলে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী

২০২৫ অক্টোবর ২৬ ১৭:৫২:৫৯
এক ছেলেকে কোলে নিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণ হারিয়েছেন আবুল কালাম (৩৬) নামে এক পথচারী। এই দুর্ঘটনায় স্তব্ধ পুরো পরিবার—ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে চলছে আহাজারি আর কান্নার মাতম।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে, কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আবুল কালাম ঘটনাস্থলেই প্রাণ হারান।

বিকেলে মর্গের সামনে কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিন ও চার বছর বয়সী দুই সন্তানকে বুকে জড়িয়ে তিনি কান্না জড়ানো কণ্ঠে বলছিলেন—“আজ ওকে (কালামকে) কাজে যেতে দিতে চাইনি… দরজাও লাগাইনি… এখন আমার বাচ্চাদের কী হবে?”

নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার জলিল চোকদারের ছেলে। তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে এয়ার টিকেট বিক্রির কাজ করতেন এবং পরিবার নিয়ে নারায়ণগঞ্জে থাকতেন।

তার ভাগ্নে শাহাদাত হোসেন জানান, “মামা প্রতিদিনের মতো বের হয়েছিলেন। কে জানত, আজই শেষবার।”

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন,“ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে হেঁটে যাচ্ছিলেন কালাম। হঠাৎ উপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে সরাসরি তার মাথায় লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে প্যাডটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

ইলাস্টোমেরিক বিয়ারিং প্যাড সাধারণত সেতু ও উড়ালসড়কের পিলারের ওপর বসানো হয়, যা ট্রেন বা যানবাহনের কম্পন শোষণ করে। এই প্যাডগুলো রাবার ও স্টিলের স্তরে তৈরি এবং অত্যন্ত ভারী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, প্যাডটি পড়ার সময় ফুটপাতে থাকা একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর একই মেট্রো লাইনের খামারবাড়ি এলাকায় আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সে সময় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে