ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
Sharenews24

যে কারণে গাজীপুর-১ আসন হারাতে পারে বিএনপি

২০২৫ অক্টোবর ২৫ ১১:৪৬:৩৬
যে কারণে গাজীপুর-১ আসন হারাতে পারে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, জেলা সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর আধিপত্য ধরে রাখার চেষ্টায় দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নেতাকর্মীদের মতে, “ত্যাগী ও দুর্দিনে দলের পাশে থাকা নেতাকে প্রার্থী করা না হলে বিএনপি এই আসন হারাতে পারে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌধুরী ইশরাকের একক সিদ্ধান্তে দলীয় ত্যাগী নেতারা কোণঠাসা হয়ে পড়েছেন। কমিটিতে নাকি জায়গা পেয়েছেন এমন অনেকে, যাদের অতীতে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

অভিযোগ উঠেছে, তিনি সমালোচনাও সহ্য করতে পারেন না— কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তার বিরুদ্ধে সামান্য মন্তব্য করায় তাকে কেন্দ্রের মাধ্যমে বহিষ্কার ও পরবর্তীতে মামলা দিয়ে গ্রেফতার করানো হয়। একইভাবে সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিনকেও গ্রেফতার করা হয়।

বহু স্থানীয় নেতা জানান,চৌধুরী ইশরাকের নেতৃত্বে গঠিত বিভিন্ন কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে ‘হাইব্রিড’ নেতাদের স্থান দেওয়া হয়েছে।”

এই অবস্থায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা একজোট হয়ে ‘মনগড়া কমিটি’ বাতিলের দাবি তুলেছেন।

কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), বলেন—“জনপ্রিয়, ত্যাগী নেতাদেরই প্রার্থী করা উচিত। অন্যথায় ভোটারদের আস্থা ফেরানো কঠিন হবে।”

নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ইশরাকের কর্মকাণ্ডে বিএনপির সংগঠিত কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দাবি করেন,“চৌধুরী ইশরাকের কমিটি বাণিজ্যসহ নানা অপকর্মের প্রমাণ পাওয়া যাবে— যা এখনো গণমাধ্যমে পুরোপুরি প্রকাশ হয়নি।”

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,“মনোনয়নে অগ্রাধিকার পাবেন তারা, যারা ২৪-এর গণআন্দোলনসহ গত ১৭ বছর দলের সংগ্রামে সক্রিয় ছিলেন এবং যাদের জনসমর্থন রয়েছে।”

একই বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তিনি বিবিসিকে বলেন,“প্রার্থী হতে হবে এমন একজন, যিনি এলাকার সমস্যার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।”

কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডে সাম্প্রতিক কমিটি ঘোষণার পর ব্যাপক প্রতিবাদ দেখা দেয়। ত্যাগী নেতারা অভিযোগ করেন, তারা জেল-জুলুম সহ্য করেও মূল্যায়ন পাননি।

বোয়ালী ইউনিয়নের সাবেক সভাপতি আজম খান বলেন,“জেলে থেকে মায়ের জানাজায় হাতকড়া পরা অবস্থায় অংশ নিয়েছি। তারপরও কমিটিতে জায়গা পাইনি— এটা অত্যন্ত হতাশাজনক।”

অন্যদিকে মৌচাক ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান কামরুল অভিযোগ করেন,“যারা একতরফা নির্বাচনে নৌকার ব্যাজ পরে আওয়ামী লীগের সঙ্গে মিছিল করেছে, তারাই এখন বিএনপির পদ পাচ্ছে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে