ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
Sharenews24

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের চরম হুঁশিয়ারি

২০২৫ অক্টোবর ২৪ ১২:২৮:৪১
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের চরম হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, তিনি জামায়াত বা বিএনপির প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। তবে কোনো দল যদি ভারতীয় আগ্রাসনের পক্ষে যায়, তাহলে তিনি কাউকেই ছাড় দেবেন না।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ইলিয়াস বলেন, তিনি কখনো কোনো রাজনৈতিক দলকে তুলিয়ে অন্যকে নীচে নামাননি। বিএনপির সমালোচনা করলেও তিনি কখনো তাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেননি। দুই দলের প্রতি তার সমান ভালোবাসা আছে।

তিনি আরও বলেন, কঠিন সময়ে কখনো তারেক রহমান বা জিয়া পরিবারের কোনো সদস্যকে নিয়ে কু'রুচিপূর্ণ মন্তব্য করেননি। বর্তমানে দুই দলের মধ্যে বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে যে মাঝে মাঝে তা সংঘর্ষের রূপ নিচ্ছে। এই পরিস্থিতিতে তিনি চাই দুই দল সীমার মধ্যে থেকেই রাজনৈতিক বিরোধিতা করুক।

ইলিয়াস স্পষ্ট করে বলেন, “আমার সমস্যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়, আমার সমস্যা ভারতীয় আগ্রাসন। যেখানে ভুল হবে, জামায়াত-বিএনপিকে কাউকেই ছাড়বো না।”

তিনি সম্প্রতি জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ তাহেরের সঙ্গে সাক্ষাতের কথাও উল্লেখ করে জানান, বৈঠকে তিনি জামায়াতকে নিয়ে নিজের অভিযোগ ও কিছু বিষয়ে ক্ষমা চেয়েছেন। বিএনপির মধ্যে যারা ভারত প্রীতি দেখায়, তাদেরও তিনি সমালোচনা করেন।

শেষে ইলিয়াস হুঁশিয়ারি দিয়েছেন, “জনগণ মতামত জানাবে, কিন্তু ভারত প্রীতি বা ’৭১ নিয়ে চুল’কানি করলে আমার হাত থেকে রেহাই নেই।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে