ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
Sharenews24

‘না’ ভোটের বিধান নিয়ে আসিফ নজরুলের স্পষ্ট ঘোষণা

২০২৫ অক্টোবর ২৩ ১৮:৩০:৪৭
‘না’ ভোটের বিধান নিয়ে আসিফ নজরুলের স্পষ্ট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, একক প্রার্থীর আসনে ভোটারদের ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ, যেখানে কোনো নির্বাচনী এলাকায় একজন প্রার্থী থাকবেন, সেখানে ভোটাররা চাইলে ওই প্রার্থীর বিপরীতে ‘নো’ ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, উপদেষ্টা পরিষদের সভায় নতুন নির্বাচনী আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, “২০১৪ সালের সাজানো নির্বাচনের স্মৃতি আমাদের সবার মনে আছে। ১৫৪টি আসনে একক প্রার্থী ছিল। এ ধরনের নির্বাচন যাতে আর না হয়, এজন্য নতুন আইন অনুযায়ী একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের ব্যবস্থা করা হয়েছে। যদি ভোটাররা প্রার্থী পছন্দ না করেন, তারা ‘না’ ভোট দিতে পারবেন। তখন ঐ আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, নির্বাচনী জোট থাকলে জোটের অংশ হলেও প্রতিটি দলের নিজস্ব প্রতীক থাকবেনা, সেসব প্রতীক ধরে নির্বাচন হবে যাতে ভোটারদের জন্য স্পষ্ট হয় তারা কার পক্ষে ভোট দিচ্ছে।

পোস্টাল ব্যালেটের বিষয়েও আইন উপদেষ্টা জানান, যারা নির্বাচনী কাজে সরাসরি নিয়োজিত থাকবেন বা প্রবাসীরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া ভোট গণনার সময় মিডিয়ার উপস্থিতি নিশ্চিত করার বিধান রয়েছে।

তিনি বলেন, “যারা রাজনৈতিক দলকে টাকা দান করবেন, ৫০ হাজার টাকা বা তার বেশি হলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে এবং দাতা তার ট্যাক্স রিটার্ন জমা দিতে বাধ্য থাকবেন।”

আগের আইনের তুলনায় এখন নির্বাচন কমিশনকে আরো ক্ষমতা দেওয়া হয়েছে। অধ্যাপক নজরুল বলেন, “আগে যদি কোনো ভোট কেন্দ্রে গণ্ডগোল হত, সেই কেন্দ্রের ভোট বাতিল হতো। এখন যদি কোনো নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম ধরা পড়ে, নির্বাচন কমিশন পুরো ঐ নির্বাচনী এলাকার ভোট বাতিল করার ক্ষমতা পেয়েছে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে